সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা

সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা

stoke icon স্টকে রয়েছে

বাংলাদেশের মুক্তিসংগ্রাম শুরু হয়েছিল নিয়মতান্ত্রিক পথেই। তবে চূড়ান্তপর্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটে, আসে স্বাধীনতা। লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন ও তাঁর সতীর্থরা ষাটের দশকের শুরুতে পাকিস্তানি সেনাছাউনিতে বসে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, করেছিলেন বিদ্রোহের পরিকল্পনা। সেই পরিকল্পনায় সম্পৃক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ কিছু বাঙালি রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তা। এর ফলে তাঁদের ‘আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হতে হয়। তাঁরা সফল হননি সত্য। তবে তাঁদের দেখানো পথেই একাত্তরে বাঙালি সৈনিকরা বিদ্রোহ করেছেন; সেনাছাউনি থেকে অস্ত্র হাতে বেরিয়ে জনতার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন।

সেনা-বিদ্রোহের পরিকল্পনা বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে একটি অনন্য অধ্যায়। মূলধারার ইতিহাসবিদদের কাছে তা যথাযথ গুরুত্ব পায়নি। কোনো কোনো ইতিহাস রচয়িতা ঘটনাটি এড়িয়ে গেছেন। কেউ বা আগরতলা মামলাকে দেখেছেন কেবল পাকিস্তানি শাসকগোষ্ঠীর কারসাজি হিসেবে। এর আড়ালের সত্য অনুসন্ধানে সচেষ্ট হয়েছেন মুক্তিযোদ্ধা ও গবেষক আবু সাঈদ খান। এই বইয়ে তিনি কিছু অপ্রকাশিত তথ্যও তুলে ধরেছেন। পাশাপাশি এসব স্বাধীনতা-সংগ্রামীর জীবনবৃত্তান্ত, একাত্তরে তাঁদের অবস্থান এবং স্বাধীনতা-উত্তর ভূমিকার ওপরও আলোকপাত করেছেন।

এ বই মুক্তিসংগ্রামের ইতিহাসে নতুন সংযোজন, পাঠকদের সামনে যা ইতিহাসের অনালোকিত ও অনালোচিত অধ্যায় তুলে ধরেছে।

 

ব্যাককভার  

পাকিস্তান সেনাবাহিনীর বিদ্রোহী বাঙালি সৈনিকদের ভূমিকা মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালে বিভিন্ন সেনাছাউনির বাঙালি সৈনিকরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন। ষাটের দশকে এমনই বিদ্রোহের জন্য বাঙালি সৈনিকদের সংগঠিত করেছিলেন লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন ও তাঁর সঙ্গীরা।

এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সৈনিক বিপ্লবীরা ‘আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন। তবে তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়নি। তাঁদের দেখানো পথেই শুরু হল মুক্তিযুদ্ধ, এল স্বাধীনতা।

এই গর্বিত অধ্যায় আজ উপেক্ষিত। ইতিহাসের সেই সত্য বিবৃত করেছেন লেখক-গবেষক আবু সাঈদ খান, যা হয়ে উঠেছে মুক্তিসংগ্রামের অনন্য দলিল।

৳ 480.00

৳ 410.00

( ৳70.00 ছাড় )

  • Share:

রিভিউ(0)

0 review for সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা

রিভিউ লিখুন - সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা

Your email address will not be published. Required fields are marked *

Your Rating
Looks good!
Please Enter Your Comment.
Looks good!
Looks good!
close icon